উন্নয়নের জোয়ার দেখে
উন্নয়নের জোয়ার দেখে
সাইয়িদ রফিকুল হক
উন্নয়নের জোয়ার দেখে
কলজে কাঁপে তোর,
একটুখানি দেখলে গলদ
অমনি তুলিস শোর!
তুই যে কাদের প্রতিনিধি
জানি আমরা জানি,
ভুল ধরিতেই জন্ম তোদের
শুনিস শাস্ত্রবাণী।
দেশের ভিতর একটাকিছু
দেখলে তোরা ঘটতে,
কোমর-বেঁধে অমনি নামিস
দলের সঙ্গে লড়তে!
জাতভাইয়েরা ডাকলে তোমায়
অমনি ছোটো কোমর-বেঁধে,
দেশের ক্ষতি করতে তোমরা
যাও এগিয়ে সেধে!
তোমরা এখন দেশের কথা
ভাবছো কাছা দিয়ে,
রাজাকারের সঙ্গে আবার
দিচ্ছো ভাইয়ের বিয়ে!
ভণ্ডামি আর করবে কত
দেশবিরোধী আবাল?
তোমরা হলে দেশের শত্রু
পাকিস্তানের ছাবাল।
উন্নয়নের কথা বলে
দিচ্ছো কেন খোঁচা?
নিজের নাকটা কেটে তোমরা
এখন ভীষণ বোঁচা।
দেশের কথা ভাবতে হবে
করতে হবে পণ,
কাব্যশেষে চাচ্ছি জানতে
আপনারা কী কন?
সাইয়িদ রফিকুল হক
১৭/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
উন্নয়নের জোয়ার দেখে
কলজে কাঁপে তোর,
একটুখানি দেখলে গলদ
অমনি তুলিস শোর!
তুই যে কাদের প্রতিনিধি
জানি আমরা জানি,
ভুল ধরিতেই জন্ম তোদের
শুনিস শাস্ত্রবাণী।
দেশের ভিতর একটাকিছু
দেখলে তোরা ঘটতে,
কোমর-বেঁধে অমনি নামিস
দলের সঙ্গে লড়তে!
জাতভাইয়েরা ডাকলে তোমায়
অমনি ছোটো কোমর-বেঁধে,
দেশের ক্ষতি করতে তোমরা
যাও এগিয়ে সেধে!
তোমরা এখন দেশের কথা
ভাবছো কাছা দিয়ে,
রাজাকারের সঙ্গে আবার
দিচ্ছো ভাইয়ের বিয়ে!
ভণ্ডামি আর করবে কত
দেশবিরোধী আবাল?
তোমরা হলে দেশের শত্রু
পাকিস্তানের ছাবাল।
উন্নয়নের কথা বলে
দিচ্ছো কেন খোঁচা?
নিজের নাকটা কেটে তোমরা
এখন ভীষণ বোঁচা।
দেশের কথা ভাবতে হবে
করতে হবে পণ,
কাব্যশেষে চাচ্ছি জানতে
আপনারা কী কন?
সাইয়িদ রফিকুল হক
১৭/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৮/০৭/২০২১বেশ সুন্দর