লকডাউনের কবিতা
লকডাউনের কবিতা
লকডাউনে তোমার হাতে পয়সা নাকি নাই!
আবার দেখি যাচ্ছো গ্রামে, সেই না তুমিটাই!
পথেঘাটে গুনছো ভাড়া কোয়াট ডবল করে,
দেখছি এখন ভণ্ডামিতে দেশটা গেছে ভরে।
কত দালাল, কত ছাগল করছে বাড়াবাড়ি,
হাতের টাকা পথে ফেলে ধরছে একটা গাড়ি।
জীবনটা যে যেতে পারে ভাবনা কারও নাই,
সব মানুষের ক্ষতি করে পথে নামা চাই!
লকডাউনে তোমার হাতে পয়সা নাকি নাই!
আবার দেখি যাচ্ছো গ্রামে, সেই না তুমিটাই!
পথেঘাটে গুনছো ভাড়া কোয়াট ডবল করে,
দেখছি এখন ভণ্ডামিতে দেশটা গেছে ভরে।
কত দালাল, কত ছাগল করছে বাড়াবাড়ি,
হাতের টাকা পথে ফেলে ধরছে একটা গাড়ি।
জীবনটা যে যেতে পারে ভাবনা কারও নাই,
সব মানুষের ক্ষতি করে পথে নামা চাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌরভ ভূঞ্যা ১৭/০৭/২০২১একদম বাস্তব কথা।
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২১নান্দনিক কথামালা, নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম।
-
কানিজ ফাতেমা ১৬/০৭/২০২১দারুণ
-
শ.ম. শহীদ ১৬/০৭/২০২১অসামান্য