আগের মতো দিন কাটে না
আগের মতো দিন কাটে না
সাইয়িদ রফিকুল হক
বৃষ্টিভেজা দুপুরগুলো
আর পাই না খুঁজে,
ঘুম আসে না আলসেমিতে
চক্ষু দুটি বুজে!
মনের ভিতর কেমন যেন
অস্থির একটা ভাব,
বদলে গেছে আগের চেয়ে
দিন যাপনের স্বভাব।
মধুর সকাল আগে ছিল
দিনটা যেতো হেসে,
কেমন করে কোথায় যেন
সবই গেল ভেসে!
আর কি পাবো ফিরে আবার
সেই সে মধুর দিন!
ভাবতে গেলে বুকের ব্যথা
আবার করে চিন!
আগের মতো দিন কাটে না
মন যে কেমন করে!
ভালোবাসার কোমলস্বরে
মন ওঠে না ভরে।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
বৃষ্টিভেজা দুপুরগুলো
আর পাই না খুঁজে,
ঘুম আসে না আলসেমিতে
চক্ষু দুটি বুজে!
মনের ভিতর কেমন যেন
অস্থির একটা ভাব,
বদলে গেছে আগের চেয়ে
দিন যাপনের স্বভাব।
মধুর সকাল আগে ছিল
দিনটা যেতো হেসে,
কেমন করে কোথায় যেন
সবই গেল ভেসে!
আর কি পাবো ফিরে আবার
সেই সে মধুর দিন!
ভাবতে গেলে বুকের ব্যথা
আবার করে চিন!
আগের মতো দিন কাটে না
মন যে কেমন করে!
ভালোবাসার কোমলস্বরে
মন ওঠে না ভরে।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ১৪/০৭/২০২১সুন্দর লিখেছেন
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০৭/২০২১💖💖💖অতীত স্মৃতি কেবলই ভাবায়💖💖💖
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২১অসাধারণ
মুগ্ধতা ৷