হও প্রতিবাদী
হও প্রতিবাদী
চিনির মতো হয়ো না,
চিনি গলে যায় দ্রুত।
বরফ হয়ো না কেউ
গলে যাবে আরো দ্রুত।
ফুলের মতো হয়ো না,
ঝরে যাবে যে অকালে!
বিবেক জাগাও শুধু
হয়ে যাও প্রতিবাদী
বেঁচে থাকবে তবেই।
চিনির মতো হয়ো না,
চিনি গলে যায় দ্রুত।
বরফ হয়ো না কেউ
গলে যাবে আরো দ্রুত।
ফুলের মতো হয়ো না,
ঝরে যাবে যে অকালে!
বিবেক জাগাও শুধু
হয়ে যাও প্রতিবাদী
বেঁচে থাকবে তবেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৩/০৭/২০২১Valo
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৭/২০২১হতে হবে প্রতিবাদী
সাথে জনদরদী। -
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/০৭/২০২১আশা জাগানো সুন্দর কবিতা।
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২১অসীম সুন্দর উপস্থাপন,
-
কানিজ ফাতেমা ১২/০৭/২০২১ভাল লেগেছে
-
বিপ্লব খান ১২/০৭/২০২১রাক্ষস, আমি রাক্ষস-
আমি দস্যুর রক্ত খাবো.!! -
অভিজিৎ হালদার ১২/০৭/২০২১ভালো অনুভব।