বুকের ভিতরে কালসাপ
বুকের ভিতরে কালসাপ
সাইয়িদ রফিকুল হক
তোমার বুকে বেড়ে উঠছে কালসাপ
ধীরেসুস্থে তোমাকে খাবে একদিন গিলে!
বুকের মাঝে কখনো তুমি সাপ পুষবে না,
সাপ যে কোনো খেলনা নয়, তা কি বোঝো?
এ পৃথিবীতে খেলার কত জিনিস রয়েছে,
এসব ভুলে তুমি যে কেন পুষতে গেলে সাপ!
পৃথিবী আজ ভরে গিয়েছে বিষাক্ত সব সাপে,
মনের ভুলে মানবমনে বেড়ে উঠছে সাপ,
এত সাপের বিষের জ্বালা সইবে কেমনে?
মানবদেহ ছোট্ট অতি তা ভরে রেখো শুধু প্রেমে।
তোমার পাপে তোমার সাপে কাটে না যেন মানবে,
মানুষ হয়ে তবেই তুমি বেঁচে থাকবে এ পৃথিবীতে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
তোমার বুকে বেড়ে উঠছে কালসাপ
ধীরেসুস্থে তোমাকে খাবে একদিন গিলে!
বুকের মাঝে কখনো তুমি সাপ পুষবে না,
সাপ যে কোনো খেলনা নয়, তা কি বোঝো?
এ পৃথিবীতে খেলার কত জিনিস রয়েছে,
এসব ভুলে তুমি যে কেন পুষতে গেলে সাপ!
পৃথিবী আজ ভরে গিয়েছে বিষাক্ত সব সাপে,
মনের ভুলে মানবমনে বেড়ে উঠছে সাপ,
এত সাপের বিষের জ্বালা সইবে কেমনে?
মানবদেহ ছোট্ট অতি তা ভরে রেখো শুধু প্রেমে।
তোমার পাপে তোমার সাপে কাটে না যেন মানবে,
মানুষ হয়ে তবেই তুমি বেঁচে থাকবে এ পৃথিবীতে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনির হোসেন ১১/০৭/২০২১সকেলরই উচিৎ সাপেক বাড়তে দেয়া
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০৭/২০২১দারুণ
-
অভিজিৎ হালদার ১১/০৭/২০২১ভালো কবিতা
-
ফয়জুল মহী ১০/০৭/২০২১অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৭/২০২১দারুণ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৭/২০২১মানুষের মন খুঁজে পাক মুক্ত আকাশ।