তবুও জেগে উঠবে
তবুও জেগে উঠবে
সাইয়িদ রফিকুল হক
ভাবি আজ নীরবে:
বেশ্যা হলে কত লাভ! কত পসার জমে!
চারপাশে থাকে কত শত শক্তিমান!
কবি হলে বিপদ!
ভাত জোটে না পেটে, বাঁচতে হয় কোনোমতে,
অনেক চেষ্টায় হয়তো জোটে আধখান চাকরি।
কবির দাম নেই!
কবি মিশে আছে ভূতলে, একেবারে মাটির বুকে,
কবিদের সবসময় মাটি ভালোবাসতে হয় যে!
কবিতা আজ মৃত!
চারিদিকে কবিতার নামে বেশ্যার সংলাপ,
আর লোক-বন্দনার কী যে এক লম্ফঝম্ফ!
পাঠক নেই আজ!
কবিকে শাণিত করার মতো খুঁজে পাই না পাঠক,
চারিদিকে দেখি সস্তা খাবারলোভী শকুন কত!
ভাবি আজ নীরবে:
তবুও জেগে উঠবে কিছু অভুক্ত প্রতিবাদী-আগুন,
একদিন তারা জ্বালিয়ে দিবে সব ভণ্ডের আস্তানা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
ভাবি আজ নীরবে:
বেশ্যা হলে কত লাভ! কত পসার জমে!
চারপাশে থাকে কত শত শক্তিমান!
কবি হলে বিপদ!
ভাত জোটে না পেটে, বাঁচতে হয় কোনোমতে,
অনেক চেষ্টায় হয়তো জোটে আধখান চাকরি।
কবির দাম নেই!
কবি মিশে আছে ভূতলে, একেবারে মাটির বুকে,
কবিদের সবসময় মাটি ভালোবাসতে হয় যে!
কবিতা আজ মৃত!
চারিদিকে কবিতার নামে বেশ্যার সংলাপ,
আর লোক-বন্দনার কী যে এক লম্ফঝম্ফ!
পাঠক নেই আজ!
কবিকে শাণিত করার মতো খুঁজে পাই না পাঠক,
চারিদিকে দেখি সস্তা খাবারলোভী শকুন কত!
ভাবি আজ নীরবে:
তবুও জেগে উঠবে কিছু অভুক্ত প্রতিবাদী-আগুন,
একদিন তারা জ্বালিয়ে দিবে সব ভণ্ডের আস্তানা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৭/২০২১বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৭/২০২১আসলে কবিদের নেই কোন সম্মান
নেই টাকা, বাঁচানোর নিজ মান। -
এস এম আলমগীর হোসেন ১০/০৭/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ১০/০৭/২০২১অসামান্য সৃজন_______♥♥
-
মো.রিদওয়ান আল হাসান ০৯/০৭/২০২১চমৎকার লিখেছেন!