সেই ফর্সা হাত
সেই ফর্সা হাত
সাইয়িদ রফিকুল হক
সেই ফর্সা হাত দেখিনি তো আগে,
দেখলাম যেদিন পাগল হলাম যেন
গভীর অনুরাগে।
হাত এত রূপসী! ভেবে পাই না কূল!
মনগহীনে বসে কে যে ফোটায় হুল!
দেখিনি যেন তাকে খুব সামনে থেকে,
দেখেছি তার হাত দিনের আলো ঢেকে।
অন্ধকারেও যে জ্বলে সেই সু-হাত!
তার সৌন্দর্যে মুছে যায় রাত।
সেই ফর্সা হাত খুঁজে পাই না আর,
কোথা হারিয়ে গেল মধুহাত সোনার?
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
সেই ফর্সা হাত দেখিনি তো আগে,
দেখলাম যেদিন পাগল হলাম যেন
গভীর অনুরাগে।
হাত এত রূপসী! ভেবে পাই না কূল!
মনগহীনে বসে কে যে ফোটায় হুল!
দেখিনি যেন তাকে খুব সামনে থেকে,
দেখেছি তার হাত দিনের আলো ঢেকে।
অন্ধকারেও যে জ্বলে সেই সু-হাত!
তার সৌন্দর্যে মুছে যায় রাত।
সেই ফর্সা হাত খুঁজে পাই না আর,
কোথা হারিয়ে গেল মধুহাত সোনার?
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ০৯/০৭/২০২১বাহ! অনিন্দ্যসুন্দর লিখেছেন প্রিয় কবি
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৭/২০২১সুন্দর প্রকাশ।