কবিতার খ্যাতি
কবিতার খ্যাতি
কবিতার খ্যাতি আজকাল ওঠে আকাশে,
ঘ্রাণ তবু নাই দখিনা বাতাসে!
শুধু দেখি ঝাঁজ, ভিতরে নাই কিছু,
কবি হয়েছে যে আজকাল কত শিশু!
আজকের যুগে প্রচার-প্রসারে কত যে কবি,
তবুও কেউ তো আঁকে না আজও ভবিষ্যতের ছবি।
কবিতার খ্যাতি আজকাল ওঠে আকাশে,
ঘ্রাণ তবু নাই দখিনা বাতাসে!
শুধু দেখি ঝাঁজ, ভিতরে নাই কিছু,
কবি হয়েছে যে আজকাল কত শিশু!
আজকের যুগে প্রচার-প্রসারে কত যে কবি,
তবুও কেউ তো আঁকে না আজও ভবিষ্যতের ছবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বুবুরাম ০৮/০৭/২০২১ভালো লাগলো
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২১অসাধারণ প্রকাশ।খুব ভাল লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৭/২০২১তিনি কবি
আঁকে ছবি।