বেঁচে থাকার উপায়
বেঁচে থাকার উপায়
সাইয়িদ রফিকুল হক
ঘুম থেকে জেগে দেখিলাম কত ফুলের হাসি,
মন থেকে বলি বারেবারে তাই
হে মহাজীবন তোমাকে আজও ভালোবাসি।
জীবনের পাশে ঝুলে আছে রোজ মৃত্যু নামক সত্য,
তবুও যে কেন ব্যথা-বেদনার এই জীবনেও
এত ভালো লাগে নীরস-কঠিন মর্ত্য।
সাইয়িদ রফিকুল হক
ঘুম থেকে জেগে দেখিলাম কত ফুলের হাসি,
মন থেকে বলি বারেবারে তাই
হে মহাজীবন তোমাকে আজও ভালোবাসি।
জীবনের পাশে ঝুলে আছে রোজ মৃত্যু নামক সত্য,
তবুও যে কেন ব্যথা-বেদনার এই জীবনেও
এত ভালো লাগে নীরস-কঠিন মর্ত্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৭/২০২১চমৎকার লেখাশৈলী।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৭/২০২১সুন্দর