গরিবের ভাগ্য
গরিবের ভাগ্য
সাইয়িদ রফিকুল হক
লোকজন মনে করে আমি বুঝি শখ করে
বড় কোনো কবিটবি হতে চাই!
আসলে ভাই তা নয়, আমি শুধু সমাজের
দর্শক হয়েছি আজ, সবকিছু দেখি রোজ।
উর্ধ্বলোকে উঠেছে আকাশের সিঁড়ি!
ধনীরা সব সেখানে উঠে যাচ্ছে গৌরবে
গরিব শুধু রইলো আদর-ভূমিতে পড়ে!
কত ভাগ্যের সিঁড়ি রোজ-রোজ খুলে যায়
তবে গরিব দেখলে দূরে সরে যায় তা।
পৃথিবীতে গরিবের ভাগ্য বদলাবার কেউ নেই!
আকাশটা ফুটো হলে তবুও হতো ভালো,
গরিবের তকদিরে ফাঁকফোকর গলে
তবুও হয়তো কিছু জুটলেও জুটতে পারতো!
সামান্য ইনসাফ হয়তো ফিরে আসতো পৃথিবীতে।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
লোকজন মনে করে আমি বুঝি শখ করে
বড় কোনো কবিটবি হতে চাই!
আসলে ভাই তা নয়, আমি শুধু সমাজের
দর্শক হয়েছি আজ, সবকিছু দেখি রোজ।
উর্ধ্বলোকে উঠেছে আকাশের সিঁড়ি!
ধনীরা সব সেখানে উঠে যাচ্ছে গৌরবে
গরিব শুধু রইলো আদর-ভূমিতে পড়ে!
কত ভাগ্যের সিঁড়ি রোজ-রোজ খুলে যায়
তবে গরিব দেখলে দূরে সরে যায় তা।
পৃথিবীতে গরিবের ভাগ্য বদলাবার কেউ নেই!
আকাশটা ফুটো হলে তবুও হতো ভালো,
গরিবের তকদিরে ফাঁকফোকর গলে
তবুও হয়তো কিছু জুটলেও জুটতে পারতো!
সামান্য ইনসাফ হয়তো ফিরে আসতো পৃথিবীতে।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি অন্তর চন্দ্র ০৪/০৭/২০২১চমৎকার
-
অভিজিৎ হালদার ০৪/০৭/২০২১সুন্দর কবিতা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৭/২০২১খুব সুন্দর ভাবনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৭/২০২১চমৎকার লিখেছেন কবি। সত্য সবসময় সত্য।