মূর্খগুলো এখন দেখি
মূর্খগুলো এখন দেখি
সাইয়িদ রফিকুল হক
মূর্খগুলো এখন দেখি
চাচ্ছে ভীষণ গণতন্ত্র,
আসলে যে বাপদাদাদের
পাপমোচনের তন্ত্রমন্ত্র।
এরা এখন স্বার্থলোভে
ঝুলছে কোনো পাপীর কোলে,
মাঝেমাঝে শয়তানও যে
বলছে এদের বাক্য-বোলে!
এদের মনে এখন দেখি
দেশপ্রেমের যে বিরাট জোয়ার!
ক’দিন আগেও এদের ছিল
অস্ত্রবাজির কত পাওয়ার!
যেদিন এদের আব্বাজানে
রাজক্ষমতা দখল করে,
ঈদখুশিতে মেতেছিল
অস্ত্রহাতে প্রাণভরে!
সেদিন কিন্তু এই পাপীরা
করে নাই তো মিছিল-মিটিং,
বরং তারা বাপের দলে
পদদখলে করছিল সব ফিটিং!
আজকে তারাই কত কাঁদে
গণতন্ত্রের নামে!
ইতিহাসের পৃষ্ঠাগুলো
যায়নি মুছে সবই লাগবে কামে।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
মূর্খগুলো এখন দেখি
চাচ্ছে ভীষণ গণতন্ত্র,
আসলে যে বাপদাদাদের
পাপমোচনের তন্ত্রমন্ত্র।
এরা এখন স্বার্থলোভে
ঝুলছে কোনো পাপীর কোলে,
মাঝেমাঝে শয়তানও যে
বলছে এদের বাক্য-বোলে!
এদের মনে এখন দেখি
দেশপ্রেমের যে বিরাট জোয়ার!
ক’দিন আগেও এদের ছিল
অস্ত্রবাজির কত পাওয়ার!
যেদিন এদের আব্বাজানে
রাজক্ষমতা দখল করে,
ঈদখুশিতে মেতেছিল
অস্ত্রহাতে প্রাণভরে!
সেদিন কিন্তু এই পাপীরা
করে নাই তো মিছিল-মিটিং,
বরং তারা বাপের দলে
পদদখলে করছিল সব ফিটিং!
আজকে তারাই কত কাঁদে
গণতন্ত্রের নামে!
ইতিহাসের পৃষ্ঠাগুলো
যায়নি মুছে সবই লাগবে কামে।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০১/০৭/২০২১বাহ্ ,মুগ্ধকর কথা I