পাণ্ডুরাগের লিপি
পাণ্ডুরাগের লিপি
সাইয়িদ রফিকুল হক
কবিতার মাঠে শণ্ঢ খায় গড়াগড়ি
ধূলায় মিশে গেল কাব্য!
বৃষ্টিতে ভিটামিন নেই বলে
অচ্ছুত পান করে মজা-পুকুরের পানি।
সাহেবের ছায়া এখনও ঘোরাফেরা করে
এই বাংলার প্রসিদ্ধ শহরে,
চণ্ডাল তবুও সাহেব সেজে
বোঝা বাড়ায় জীর্ণ সমাজদেহে।
কবিতার পাণ্ডুলিপি খুঁজে পায় না পাঠক
তবুও প্রকাশকের ভাণ্ডে লুটোপুটি খায়
কত রহস্যজনক পাণ্ডুরাগের লিপি!
অবাক বিস্ময়ে ধোঁয়ায় ঢেকে যায় পৃথিবী।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
কবিতার মাঠে শণ্ঢ খায় গড়াগড়ি
ধূলায় মিশে গেল কাব্য!
বৃষ্টিতে ভিটামিন নেই বলে
অচ্ছুত পান করে মজা-পুকুরের পানি।
সাহেবের ছায়া এখনও ঘোরাফেরা করে
এই বাংলার প্রসিদ্ধ শহরে,
চণ্ডাল তবুও সাহেব সেজে
বোঝা বাড়ায় জীর্ণ সমাজদেহে।
কবিতার পাণ্ডুলিপি খুঁজে পায় না পাঠক
তবুও প্রকাশকের ভাণ্ডে লুটোপুটি খায়
কত রহস্যজনক পাণ্ডুরাগের লিপি!
অবাক বিস্ময়ে ধোঁয়ায় ঢেকে যায় পৃথিবী।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০২/০৭/২০২১ফেইসবুক আর ইউটিউব এর কল্যাণে কবিতা পড়ার সময় কোথায়, কবিদেরও আধুনিক হতে হবে, করতে হবে আবৃত্তি প্রকাশ সামাজিক যোগাযোগ সাইট গুলোতে।
-
রিমন সরকার ০১/০৭/২০২১বাহ! দারুন
-
ফয়জুল মহী ০১/০৭/২০২১নানন্দিক কাব্যশৈলী