সত্য অনেক কঠিন
সত্য অনেক কঠিন
সাইয়িদ রফিকুল হক
১
সত্য অনেক কঠিন বিষয়
তাইতে সবাই সত্য-ভুলে
মিথ্যা ধরে রয়।
সত্য বোঝার মানুষ নাইরে
সত্য রাখে দূরে-দূরে
মিথ্যা রাখে মনের অন্তঃপুরে।
২
মিথ্যা খুবই স্বাদের জিনিস
সত্যে অনেক ঝাল,
সত্য বলায় উঠতে পারে
কারও গায়ের ছাল!
সত্য অনেক কঠিন বস্তু
দেয় না ধরা সবার কাছে,
মিথ্যা খুবই সহজলভ্য,
হাতবাড়ালেই আছে!
সাইয়িদ রফিকুল হক
২৯/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
১
সত্য অনেক কঠিন বিষয়
তাইতে সবাই সত্য-ভুলে
মিথ্যা ধরে রয়।
সত্য বোঝার মানুষ নাইরে
সত্য রাখে দূরে-দূরে
মিথ্যা রাখে মনের অন্তঃপুরে।
২
মিথ্যা খুবই স্বাদের জিনিস
সত্যে অনেক ঝাল,
সত্য বলায় উঠতে পারে
কারও গায়ের ছাল!
সত্য অনেক কঠিন বস্তু
দেয় না ধরা সবার কাছে,
মিথ্যা খুবই সহজলভ্য,
হাতবাড়ালেই আছে!
সাইয়িদ রফিকুল হক
২৯/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ৩০/০৬/২০২১খুব সুন্দর
-
ফয়জুল মহী ৩০/০৬/২০২১চমৎকার একটা কবিতা পাঠ করলাম,
-
একনিষ্ঠ অনুগত ২৯/০৬/২০২১কিন্তু আমাদের সত্যই বলা উচিত।
সুন্দর লেখনি।