দেশের কবিতা
দেশের কবিতা
সাইয়িদ রফিকুল হক
হাইকু-ফাইকু নয় কবিতা,
স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্তেই মৌমিতা!
এই দেশেতে জন্মেছি যে,
ভালোবাসি দেশের সব,
কেন টানবো ওই বিদেশি শব?
দেশ-কবিতা ধরলাম বক্ষে,
স্বপ্ন শুধু দেশই চক্ষে।
দেশের ছন্দ দেশ-কবিতা
মন যে করে পাগল,
আয় রে সবাই দেশপ্রেমী
খুলে মনের আগল।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬.২০২১
সাইয়িদ রফিকুল হক
হাইকু-ফাইকু নয় কবিতা,
স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্তেই মৌমিতা!
এই দেশেতে জন্মেছি যে,
ভালোবাসি দেশের সব,
কেন টানবো ওই বিদেশি শব?
দেশ-কবিতা ধরলাম বক্ষে,
স্বপ্ন শুধু দেশই চক্ষে।
দেশের ছন্দ দেশ-কবিতা
মন যে করে পাগল,
আয় রে সবাই দেশপ্রেমী
খুলে মনের আগল।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬.২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৯/০৬/২০২১একমত আবার একমতও না! হ্যাঁ, তবে নিজ দেশের সাহিত্য শিক্ষা সংস্কৃতির সকল রীতি নীতি সত্য শুদ্ধভাবে শিখে আর তাতে পূর্ণতা দিয়ে ভিন দেশের সাহিত্য শিক্ষা সংস্কৃতি শুদ্ধভাবে শিখতে বাঁধা নেই।