যুগটা এখন কেমন যেন
যুগটা এখন কেমন যেন
সাইয়িদ রফিকুল হক
যুগটা এখন কেমন যেন
সবার গলায় ঢোল,
গায়গতরে মাংস আছে
ভিতরটা যে খোল!
সবাই এখন চাচ্ছে বেশি
রূপ দেখাতে নিজের,
মাটির উপর গাছটা দেখি
মূল্য নাই যে বীজের!
কথা বলার মানুষ বেশি
কাজের লোক যে কম,
সত্যকথা বললে আবার
হাজির হচ্ছে যম!
মিথ্যা বললে বন্ধু জোটে
আরও জোটে টাকা,
সত্যকথায় ভাত জোটে না
পকেট থাকে ফাঁকা!
যুগটা এখন কেমন যেন
কোথাও নাইরে শান্তি,
সবখানে যে শাস্ত্রবাজে
ছড়ায় শুধু ভ্রান্তি।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
যুগটা এখন কেমন যেন
সবার গলায় ঢোল,
গায়গতরে মাংস আছে
ভিতরটা যে খোল!
সবাই এখন চাচ্ছে বেশি
রূপ দেখাতে নিজের,
মাটির উপর গাছটা দেখি
মূল্য নাই যে বীজের!
কথা বলার মানুষ বেশি
কাজের লোক যে কম,
সত্যকথা বললে আবার
হাজির হচ্ছে যম!
মিথ্যা বললে বন্ধু জোটে
আরও জোটে টাকা,
সত্যকথায় ভাত জোটে না
পকেট থাকে ফাঁকা!
যুগটা এখন কেমন যেন
কোথাও নাইরে শান্তি,
সবখানে যে শাস্ত্রবাজে
ছড়ায় শুধু ভ্রান্তি।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি অন্তর চন্দ্র ০১/০৭/২০২১বাহ
-
কে. পাল ৩০/০৬/২০২১Sundor
-
একনিষ্ঠ অনুগত ২৯/০৬/২০২১মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য দেয় যে মুক্তি।
-
আলমগীর সরকার লিটন ২৯/০৬/২০২১বেশ ছন্দময় কবি দা
-
মাহতাব বাঙ্গালী ২৯/০৬/২০২১হ্যাঁ, সত্যিই সময়টা এখন কেমন যেন উদ্ভট