www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেআদব মশকশ্রেণী

বেআদব মশকশ্রেণী
সাইয়িদ রফিকুল হক

বেআদব মশাগুলো আজকাল হঠাৎ করেই
খুব জঙ্গি হয়ে উঠছে!
এদের ইতরামির যেন কোনো শেষ নেই!
সবখানে এদের নগ্ন সন্ত্রাসের ছোঁয়া।
মহামারীর ভিতরে বসে নেই মশকশ্রেণী,
দিনে-রাতে সমানতালে আক্রমণ করে যাচ্ছে।
রোগের ভয়ে জীবন প্রায় অতিষ্ঠ!
পুস্তকপাঠে মন বসে না মশকের যন্ত্রণায়,
তবুও কারও খেয়াল নেই একটুও!

আমাদের সমাজ বড় আজব!
এখানে মানুষের চেয়ে জন্তুদের কদর বেশি।
অমূল্য মনুষ্যত্বের কোনো দাম নেই এখানে,
অর্থলোভীদের দাপটে পাশবিকতা পাচ্ছে খুব মর্যাদা!
তাই যত্রতত্র মশাদের দাপটে মানুষের নাভিঃশ্বাস!
এখানকার মানুষগুলো মরে আছে না বেঁচে আছে
তা যেন আজ গবেষণার বিবেচ্য এক বিষয়,
মশকের উৎপাতে জীবিত মানুষগুলো ভয়ানকভাবে
ভীতসন্ত্রস্ত্র অবস্থায় পালিয়ে আছে রাষ্ট্রের এককোণে।


সাইয়িদ রফিকুল হক
২২/০৬/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast