সয়ে যাও
সয়ে যাও
সাইয়িদ রফিকুল হক
কয়লার মতো পুড়তে থাকো
তবুও কিছু বোলো নাকো,
বারুদের মতো ধ্বংসাত্মক হও
তবুও বিস্ফোরিত হয়ো নাকো।
বুকের ভিতরে আগুন নিয়ে
খুব বেশি জ্বলতে থাকো
তবুও কিছু বোলো নাকো।
সুতীক্ষ্ণ বল্লমের খোঁচায়
বারবার ক্ষতবিক্ষত হও
তবুও কিছু বোলো নাকো।
বুকের আগুন বুকে নিয়ে ঘুমাও।
পারলে আগুন চাপা দাও চিরতরে।
সবকিছু দেখেশুনে শুধু সয়ে যাও।
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
কয়লার মতো পুড়তে থাকো
তবুও কিছু বোলো নাকো,
বারুদের মতো ধ্বংসাত্মক হও
তবুও বিস্ফোরিত হয়ো নাকো।
বুকের ভিতরে আগুন নিয়ে
খুব বেশি জ্বলতে থাকো
তবুও কিছু বোলো নাকো।
সুতীক্ষ্ণ বল্লমের খোঁচায়
বারবার ক্ষতবিক্ষত হও
তবুও কিছু বোলো নাকো।
বুকের আগুন বুকে নিয়ে ঘুমাও।
পারলে আগুন চাপা দাও চিরতরে।
সবকিছু দেখেশুনে শুধু সয়ে যাও।
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২২/০৬/২০২১বেশ ভাবনাময়
-
মাহতাব বাঙ্গালী ২২/০৬/২০২১সবকিছু সহ্য ক্ষমতায় ধরে রাখা যায়
যদি তা নিখাদ প্রেম হয় // -
ফয়জুল মহী ২১/০৬/২০২১Excellent