মনভুলানো সান্ত্বনা
মনভুলানো সান্ত্বনা
সাইয়িদ রফিকুল হক
দুঃখ দেখে সবাই দেয় শুধু মনভুলানো সান্ত্বনা,
দুঃখবরফ গলে না মনগড়া কোনো কথায়,
কেউ খুঁজে দেখে না দুঃখের গভীরতা,
কেউ কাছে এসে স্পর্শ করতে চায় না দুঃখপাহাড়।
দূরে থেকে সবাই দেখি কতরকম আত্মীয়!
দুঃখ বাড়লে বেড়ে যায় তাদের আরও দূরত্ব,
কাছের মানুষ কে যে মন বোঝে না একবারও
সবাই শুধু মনভোলাতে চায় কথার জাদুতে!
মুখের কথা শুনে-শুনে মন আজ তিতা প্রায়,
মন ভরে না কারও গোলাপি হাসিতে!
কারও থলিতে দেখি না একটুও ভালোবাসা!
সবখানে কি কথার জাদুতে চিড়া ভেজে বন্ধু?
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
দুঃখ দেখে সবাই দেয় শুধু মনভুলানো সান্ত্বনা,
দুঃখবরফ গলে না মনগড়া কোনো কথায়,
কেউ খুঁজে দেখে না দুঃখের গভীরতা,
কেউ কাছে এসে স্পর্শ করতে চায় না দুঃখপাহাড়।
দূরে থেকে সবাই দেখি কতরকম আত্মীয়!
দুঃখ বাড়লে বেড়ে যায় তাদের আরও দূরত্ব,
কাছের মানুষ কে যে মন বোঝে না একবারও
সবাই শুধু মনভোলাতে চায় কথার জাদুতে!
মুখের কথা শুনে-শুনে মন আজ তিতা প্রায়,
মন ভরে না কারও গোলাপি হাসিতে!
কারও থলিতে দেখি না একটুও ভালোবাসা!
সবখানে কি কথার জাদুতে চিড়া ভেজে বন্ধু?
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লীনা জাম্বিল ২১/০৬/২০২১এমনই , দৃনিয়াতে সবাই একা, লেখা সুন্দর হয়েছে -শুভকামনা জানাই
-
মাহতাব বাঙ্গালী ২১/০৬/২০২১মনভুলানো সান্ত্বনায় যদি মন গলে যায়
তবে পড়তে হবে মরীচিকার ভ্রম গোলে
তাই সাধুজন থাকে সাবধান
খুঁজে বেড়ায় নিজেকে আপন জ্ঞানে -
খায়রুল আহসান ২১/০৬/২০২১আজকাল শুধু কথায় সান্ত্বনা দেয়ার লোকও কমে গেছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
-
ফয়জুল মহী ২০/০৬/২০২১বাহ্ চমৎকার লিখেছেন
দারুণ ভালো লাগলো। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৬/২০২১দুঃখ সে ত শুধু নিজের।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৬/২০২১বাস্তবতার বহিপ্রকাশ।
-
মোঃসোহাগ আকন্দ ২০/০৬/২০২১ekdomi bastob kotha