রাত জাগি কষ্টে
রাত জাগি কষ্টে
সাইয়িদ রফিকুল হক
রাত জাগি শখে নয়
কিংবা নয় কোনো কাজে
রাত জাগি দুঃখ ভুলতে
কষ্টে থাকি তাই রাত জেগে।
ভালো লাগে না প্রতিনিয়ত
রাত জেগে দুঃখ-পাহারা দিতে,
তবুও জেগে থাকতে হয়
তবুও দুঃখ ভোলার অভিনয় করতে হয়।
রাত জাগি নাকো বন্ধু সুখে
ঘুম আসে না যে বেদনায়!
তাই দুঃখ ভোলার চেষ্টা করি
অশেষ কষ্টে মনপোড়ায়ে আহাজারি করি।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
রাত জাগি শখে নয়
কিংবা নয় কোনো কাজে
রাত জাগি দুঃখ ভুলতে
কষ্টে থাকি তাই রাত জেগে।
ভালো লাগে না প্রতিনিয়ত
রাত জেগে দুঃখ-পাহারা দিতে,
তবুও জেগে থাকতে হয়
তবুও দুঃখ ভোলার অভিনয় করতে হয়।
রাত জাগি নাকো বন্ধু সুখে
ঘুম আসে না যে বেদনায়!
তাই দুঃখ ভোলার চেষ্টা করি
অশেষ কষ্টে মনপোড়ায়ে আহাজারি করি।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২১চমৎকার
-
আলমগীর সরকার লিটন ২০/০৬/২০২১চমৎকার কবি দা
-
মোঃ বুলবুল হোসেন ২০/০৬/২০২১চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৬/২০২১রাত জাগা ভালো নয়,
রয়ে যায় বড় ভয়। -
ফয়জুল মহী ১৯/০৬/২০২১বাহ্ চমৎকার লিখেছেন ভাই।
দারুণ ভালো লাগলো।