ধর্মব্যবসা জমজমাট
ধর্মব্যবসা জমজমাট
ধর্মের গাছে শকুনের বাসা!
ধর্মের জলাশয় কুমিরে ভরপুর!
কথিত ধার্মিকের হৃৎপিণ্ডে বসে আছে
সাতজনমের ক্ষুধার্ত হায়েনার দল!
হিংস্র ব্যাঘ্র-সিংহও এখন ঢুকছে ধর্মশালায়
তাও হাসিমুখে আর সকলের আগে!
নেকড়েদের ভিড়ে আজ হারিয়ে যাচ্ছে
পবিত্র হৃদয়ের মানুষেরা।
মূর্খমানবের কলরোলে আর কালস্রোতে
ধর্মব্যবসা এখন সবচেয়ে জমজমাট।
ধর্মের গাছে শকুনের বাসা!
ধর্মের জলাশয় কুমিরে ভরপুর!
কথিত ধার্মিকের হৃৎপিণ্ডে বসে আছে
সাতজনমের ক্ষুধার্ত হায়েনার দল!
হিংস্র ব্যাঘ্র-সিংহও এখন ঢুকছে ধর্মশালায়
তাও হাসিমুখে আর সকলের আগে!
নেকড়েদের ভিড়ে আজ হারিয়ে যাচ্ছে
পবিত্র হৃদয়ের মানুষেরা।
মূর্খমানবের কলরোলে আর কালস্রোতে
ধর্মব্যবসা এখন সবচেয়ে জমজমাট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৬/২০২১বেশ
-
আলমগীর সরকার লিটন ১৯/০৬/২০২১বেশ অন্যরকম