মতলববাজদের মনোবাসনা
মতলববাজদের মনোবাসনা
সাইয়িদ রফিকুল হক
যারা একসময় দিনপার করেছে
সমাজের নিষিদ্ধ পল্লীতে,
তারা কি বুঝবে শিল্পসাহিত্য?
তাদের গায়ে আছে উগ্র প্রসাধনীর ঘ্রাণ,
চোখের চাউনিতে আছে কতরকম তীর্যকদৃষ্টি!
আর সম্পূর্ণ দেহমনে খুব একটা হামবড়াভাব।
কিন্তু এতে কি চলে সমাজ-সংসার?
যারা একদিন খুব সময় কাটিয়েছে পতিতালয়ে
তারা আজ আমাদের কাব্যের মাঠে
গড়াগড়ি খেতে চায় অন্যরকম সুখ পেতে!
পতিতার দালালগুলোও এখন বহুরকম ছদ্মবেশে
অবাধে মিশে যাচ্ছে জনতার ভিড়ে!
কামান্ধ আর ধর্মান্ধের হাতে কখনো শোভা পায় না
মানবাত্মার শিল্পসাহিত্য আর সঙ্গীত।
কলুষিত আত্মার প্রাণিগুলোও আজ গাইতে চায়
আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত!
দূষিত প্রাণিদের মনোবাসনা বুঝতে পারে না
সমাজ-রাষ্ট্রের যত ভদ্রলোক আর ভালোমানুষ।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
যারা একসময় দিনপার করেছে
সমাজের নিষিদ্ধ পল্লীতে,
তারা কি বুঝবে শিল্পসাহিত্য?
তাদের গায়ে আছে উগ্র প্রসাধনীর ঘ্রাণ,
চোখের চাউনিতে আছে কতরকম তীর্যকদৃষ্টি!
আর সম্পূর্ণ দেহমনে খুব একটা হামবড়াভাব।
কিন্তু এতে কি চলে সমাজ-সংসার?
যারা একদিন খুব সময় কাটিয়েছে পতিতালয়ে
তারা আজ আমাদের কাব্যের মাঠে
গড়াগড়ি খেতে চায় অন্যরকম সুখ পেতে!
পতিতার দালালগুলোও এখন বহুরকম ছদ্মবেশে
অবাধে মিশে যাচ্ছে জনতার ভিড়ে!
কামান্ধ আর ধর্মান্ধের হাতে কখনো শোভা পায় না
মানবাত্মার শিল্পসাহিত্য আর সঙ্গীত।
কলুষিত আত্মার প্রাণিগুলোও আজ গাইতে চায়
আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত!
দূষিত প্রাণিদের মনোবাসনা বুঝতে পারে না
সমাজ-রাষ্ট্রের যত ভদ্রলোক আর ভালোমানুষ।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৬/০৬/২০২১Sundor
-
সানাউল্লাহ ১৬/০৬/২০২১সমাজের কলুষিত ব্যক্তিদের স্বরুপ উন্মোচন করে চমৎকার একটি কবিতা রচনা করেছেন কবি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৬/২০২১মতলববাজদের সমূলে নির্মূল করতে হবে।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৬/২০২১অসাধারণ
-
মাহতাব বাঙ্গালী ১৫/০৬/২০২১মানবতার শিল্পসাহিত্যের জয় হোক
-
আলমগীর সরকার লিটন ১৫/০৬/২০২১অসাধারণ এক কাব্যিক ভাবনার প্রকাশ কবি দা