অচেনা ফুল
বুনো ঘাসের বুকে হঠাৎ
ফুটেছিল একটি ফুল,
কেউ দ্যাখে না
সবাই ভাবে ভুল!
অনাদরে অবহেলায়
ঝরে গেল কলি,
পূজার ঘরে ঠাঁই হলো না
সবাই দিলো বলি।
ফুটেছিল একটি ফুল,
কেউ দ্যাখে না
সবাই ভাবে ভুল!
অনাদরে অবহেলায়
ঝরে গেল কলি,
পূজার ঘরে ঠাঁই হলো না
সবাই দিলো বলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিমেষ চক্রবর্তী ১৪/০৬/২০২১সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৬/২০২১বেশ হয়েছে।
-
আলমগীর সরকার লিটন ১৪/০৬/২০২১বেশ বাউলিপনা কবি দা
-
Md. Rayhan Kazi ১৪/০৬/২০২১দারুন
-
খায়রুল আহসান ১৪/০৬/২০২১বুনো ঘাসফুলের এ করুণ পরিণতি বড়ই মর্মান্তিক! পূজোর ঘরে ঠাঁই না পাক, কবির কলমে ঠাঁই পেয়ে তার আত্মবলিদান যেন সার্থক হলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২১দারুণ হয়েছে।