ষোলোআনা মিথ্যা ভালোবাসা
ষোলোআনা মিথ্যা ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
ফলবতী ভেবে আঁকড়ে ধরেছিলাম
এক অচেনা যুবতী বৃক্ষকে!
কিছুদিন পরে দেখি, সেই বৃক্ষের অনেক উপাসক!
দিনরাত ভুলে কত যে ভালোবেসেছিলাম তাকে!
সবই গেল এখন চরম বিফলে।
অশান্ত মন বোঝে না ভালোবাসার মর্ম
মন জানে না ভালোবাসতে
আবেগভরা হৃদয় চেনে না মাশুক।
সেই বৃক্ষ এখন বারোয়ারি ভোগের সামগ্রী
বারোজাতের জীবের ভোগে সে যে জরাজীর্ণ
মন তবুও বোঝে না জীবনসত্য।
তবুও দাঁড়াতে মনে চায় তার দূষিত ছায়াতলে!
ফিরে আয় মন আর ফিরে আয় অশান্ত হৃদয়
আর যাসনে বারোয়ারি ছায়াতলে।
জীবনের ভালোবাসা লুকিয়ে রয়েছে মারেফতের বীজে
তুই কেন ঘুরে মরবি যৌবনবতী বৃক্ষের আশায়?
আয় রে মন, বপন করি বিশ্বজুড়ে মারেফতের বীজ
এবার ঝেড়ে ফেল ষোলোআনা মিথ্যা ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
১০/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
ফলবতী ভেবে আঁকড়ে ধরেছিলাম
এক অচেনা যুবতী বৃক্ষকে!
কিছুদিন পরে দেখি, সেই বৃক্ষের অনেক উপাসক!
দিনরাত ভুলে কত যে ভালোবেসেছিলাম তাকে!
সবই গেল এখন চরম বিফলে।
অশান্ত মন বোঝে না ভালোবাসার মর্ম
মন জানে না ভালোবাসতে
আবেগভরা হৃদয় চেনে না মাশুক।
সেই বৃক্ষ এখন বারোয়ারি ভোগের সামগ্রী
বারোজাতের জীবের ভোগে সে যে জরাজীর্ণ
মন তবুও বোঝে না জীবনসত্য।
তবুও দাঁড়াতে মনে চায় তার দূষিত ছায়াতলে!
ফিরে আয় মন আর ফিরে আয় অশান্ত হৃদয়
আর যাসনে বারোয়ারি ছায়াতলে।
জীবনের ভালোবাসা লুকিয়ে রয়েছে মারেফতের বীজে
তুই কেন ঘুরে মরবি যৌবনবতী বৃক্ষের আশায়?
আয় রে মন, বপন করি বিশ্বজুড়ে মারেফতের বীজ
এবার ঝেড়ে ফেল ষোলোআনা মিথ্যা ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
১০/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২১
-
মাহতাব বাঙ্গালী ১১/০৬/২০২১অন্যের আশে যদি এ জীবন কাটে
সময়ের প্রতি পাড়ে সর্বনাশ গ্রাসে!
মরীচিকাময় এ দুনিয়াতে নিজেকেই নিজে বানাতে হবে ফলবতী আর নিজের ফলই নিজেকে ভোগ করতে হবে বৈকি! -
খায়রুল আহসান ১০/০৬/২০২১কবিতার অন্তর্নিহিত অর্থ চমৎকার!
-
ফয়জুল মহী ১০/০৬/২০২১অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ নৈপুণ্য
মনোমুগ্ধ উপস্থাপন কবি
একসাথে হাঁটি।