মানুষ এখন
মানুষ এখন
সাইয়িদ রফিকুল হক
বুড়িগঙ্গার পানি কারও-কারও কাছে শরবত
আর যমুনার ঘোলাজল দূষিত!
কে বোঝে ভাল আর মন্দ?
দ্বন্দ্ব এখন সবখানে।
ময়লার স্তূপের মতো চৌরাস্তায় পড়ে আছে
অগণিত জীবিত মানুষের দুর্গন্ধময় বিবেক!
কাছে ঘেঁষে না কেউ
শিয়াল-শকুনেরা অবাধে করছে শুধু বিচরণ।
মানুষ এখন বুড়িগঙ্গার মতো
নিজে পারে না বাঁচতে
আবার অন্যকেও পারে না একটু বাঁচাতে
জীবন এখানে আজ সত্যি অন্যরকম এক প্রহসন।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
বুড়িগঙ্গার পানি কারও-কারও কাছে শরবত
আর যমুনার ঘোলাজল দূষিত!
কে বোঝে ভাল আর মন্দ?
দ্বন্দ্ব এখন সবখানে।
ময়লার স্তূপের মতো চৌরাস্তায় পড়ে আছে
অগণিত জীবিত মানুষের দুর্গন্ধময় বিবেক!
কাছে ঘেঁষে না কেউ
শিয়াল-শকুনেরা অবাধে করছে শুধু বিচরণ।
মানুষ এখন বুড়িগঙ্গার মতো
নিজে পারে না বাঁচতে
আবার অন্যকেও পারে না একটু বাঁচাতে
জীবন এখানে আজ সত্যি অন্যরকম এক প্রহসন।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১০/০৬/২০২১
-
আলমগীর সরকার লিটন ১০/০৬/২০২১বেশ ভাবনাময়
-
আরিফ আহমেদ খান ১০/০৬/২০২১অসাধারণ
-
আখলাক হুসাইন ০৯/০৬/২০২১চমৎকার
জীবনও প্রহেলিকায় জর্জরিত!