আত্মসর্বস্ব মানুষ
আত্মসর্বস্ব মানুষ
সাইয়িদ রফিকুল হক
বাইরের আর্তনাদ তবুও কেউ-কেউ শোনে
কিন্তু ভিতরের আর্তনাদ কেউ শোনে না!
সবাই দেখে শুধু বাইরের দিকটা
ভিতরটা কেউ বোঝে না!
বাইরের হালচাল শুধু চাকচিক্যময়
ভিতরে দেখি বুড়িগঙ্গা-নদী!
জোয়ার নেই কোথাও
ভাটায় পড়ে আছে পৃথিবীর সব আবর্জনা।
মানুষ এখন ব্যস্ত, আর খুব ব্যস্ত,
একটু দাঁড়াবার সময় যেন নেই
সবাই ছুটছে লোভের আগুনে পুড়ে উর্ধ্বশ্বাসে
কে দাঁড়াবে এখানে কার জন্য?
আত্মসর্বস্ব মানুষের মেলা বসেছে চারিপাশে
কেউ শোনে না কারও কথা,
বাইরে শুধু ফুটানির যত আয়োজন
কেউ শোনে না একটু কারও ভিতরের কান্না!
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
বাইরের আর্তনাদ তবুও কেউ-কেউ শোনে
কিন্তু ভিতরের আর্তনাদ কেউ শোনে না!
সবাই দেখে শুধু বাইরের দিকটা
ভিতরটা কেউ বোঝে না!
বাইরের হালচাল শুধু চাকচিক্যময়
ভিতরে দেখি বুড়িগঙ্গা-নদী!
জোয়ার নেই কোথাও
ভাটায় পড়ে আছে পৃথিবীর সব আবর্জনা।
মানুষ এখন ব্যস্ত, আর খুব ব্যস্ত,
একটু দাঁড়াবার সময় যেন নেই
সবাই ছুটছে লোভের আগুনে পুড়ে উর্ধ্বশ্বাসে
কে দাঁড়াবে এখানে কার জন্য?
আত্মসর্বস্ব মানুষের মেলা বসেছে চারিপাশে
কেউ শোনে না কারও কথা,
বাইরে শুধু ফুটানির যত আয়োজন
কেউ শোনে না একটু কারও ভিতরের কান্না!
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ১০/০৬/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০৯/০৬/২০২১বেশ ভাবনাময়
-
কে. পাল ০৮/০৬/২০২১Valo
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৬/২০২১ভিতরের কান্না সে ত শুধু নিজের।