কথা মিথ্যে নয়
কথা মিথ্যে নয়
সাইয়িদ রফিকুল হক
বজ্রপাত যে বেড়ে গেছে
রাস্তা-চলতে ভয়,
মানুষজন মরছে এখন
কথা মিথ্যে নয়।
আগের কালে বাজের এত
পাইনি কোনো খবর,
বজ্রপাত যে হঠাৎ করেই
বেড়ে গেছে জবর!
মানুষজনের ভুলে নাকি
হচ্ছে এসব উৎপাত,
বাংলাদেশে পাপের কামাই
ভীষণ বজ্রপাত!
সাইয়িদ রফিকুল হক
৭/০৬/২০২১
সাইয়িদ রফিকুল হক
বজ্রপাত যে বেড়ে গেছে
রাস্তা-চলতে ভয়,
মানুষজন মরছে এখন
কথা মিথ্যে নয়।
আগের কালে বাজের এত
পাইনি কোনো খবর,
বজ্রপাত যে হঠাৎ করেই
বেড়ে গেছে জবর!
মানুষজনের ভুলে নাকি
হচ্ছে এসব উৎপাত,
বাংলাদেশে পাপের কামাই
ভীষণ বজ্রপাত!
সাইয়িদ রফিকুল হক
৭/০৬/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৬/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০৬/২০২১অনবদ্য লিখেছেন কবি।
খুব ভালো লাগল।