মিথ্যার পিরামিড
মিথ্যার পিরামিড
মিথ্যায় যাদের ভরে আছে মন
তাদের সত্য শুনিয়ে লাভ নেই।
বুকের ভিতরে যাদের মিথ্যার পিরামিড
ভাঙবে তা কেমন করে?
ওরা যে মুখোশধারী
সত্য পারবে না ওদের রঙ বদলাতে।
মিথ্যায় যাদের ভরে আছে মন
তাদের সত্য শুনিয়ে লাভ নেই।
বুকের ভিতরে যাদের মিথ্যার পিরামিড
ভাঙবে তা কেমন করে?
ওরা যে মুখোশধারী
সত্য পারবে না ওদের রঙ বদলাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ খায়রুল আলম সোহেল ১২/০৫/২০২১ঠিক বলেছেন।মিথ্যার উপরই যেন টিকে আছি আমারা আমাদের সমাজ ও সভ্যতা।আজকাল সত্য যেন আমাবস্যার চাঁদ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৫/২০২১মিথ্যায় যাদের জীবন গড়া, সত্য তাদের কাছে অবান্তর।
-
টি এম আমান উল্লাহ ০৬/০৫/২০২১সুন্দর
-
নাজিম খান ০৪/০৫/২০২১সঠিক।
-
রূপক কুমার রক্ষিত ০৩/০৫/২০২১সঠিক
-
ফয়জুল মহী ০২/০৫/২০২১Right
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৫/২০২১তবু সত্য বিজয়ী হয়।