কষ্ট দেখে
কষ্ট দেখে
সাইয়িদ রফিকুল হক
কষ্ট দেখে কষ্ট পাওয়ার
লোক যে এখন কম,
দোসর হয়ে কেউ ফেলে না
একটু ভারী দম!
সবাই এখন দুঃখ দেখে
মুচকি হাসে খুব,
আপনসুখে অনেকেই যে
দিচ্ছে ভীষণ ডুব!
কোথায় পাবে আগের মতো
দিলখোলা সব লোক,
মানুষগুলো নতুন করে
আবার মানুষ হোক।
কষ্ট দেখে অপরমনে
জাগে নাতো ঢেউ,
স্বার্থ ছাড়া এখন দেখি
খোঁজ নেয় না কেউ!
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০২১
সাইয়িদ রফিকুল হক
কষ্ট দেখে কষ্ট পাওয়ার
লোক যে এখন কম,
দোসর হয়ে কেউ ফেলে না
একটু ভারী দম!
সবাই এখন দুঃখ দেখে
মুচকি হাসে খুব,
আপনসুখে অনেকেই যে
দিচ্ছে ভীষণ ডুব!
কোথায় পাবে আগের মতো
দিলখোলা সব লোক,
মানুষগুলো নতুন করে
আবার মানুষ হোক।
কষ্ট দেখে অপরমনে
জাগে নাতো ঢেউ,
স্বার্থ ছাড়া এখন দেখি
খোঁজ নেয় না কেউ!
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৫/২০২১চমৎকার।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৫/২০২১সুন্দর।
-
রূপক কুমার রক্ষিত ০২/০৫/২০২১very good
-
ন্যান্সি দেওয়ান ০১/০৫/২০২১Valo legeche