মন্দ সময়ের গান
মন্দ সময়ের গান
হৃদয়কুসুম ফুটবে কবে
বসে আছি সেই আশায়,
অন্ধপ্রেমে বদ্ধখাঁচায়
আবেগ নেই আজ ভাষায়!
জীবনটা যে চলছে এখন
বড়ই ঢিলেঢালা,
ভালোবেসে কেউতো গলায়
পরায় নাকো মালা।
সময় যেন উপহাসে
ব্যস্ত আছে সদাই,
কবে আবার ফিরে পাবো
আগের স্নেহ ভাই?
হৃদয়কুসুম ফুটবে কবে
বসে আছি সেই আশায়,
অন্ধপ্রেমে বদ্ধখাঁচায়
আবেগ নেই আজ ভাষায়!
জীবনটা যে চলছে এখন
বড়ই ঢিলেঢালা,
ভালোবেসে কেউতো গলায়
পরায় নাকো মালা।
সময় যেন উপহাসে
ব্যস্ত আছে সদাই,
কবে আবার ফিরে পাবো
আগের স্নেহ ভাই?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৫/০৫/২০২১Great
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৫/২০২১সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৪/২০২১বড়ই দু:সময় যাচ্ছে এখন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৪/২০২১beautiful...
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২১কমনীয় ভাবনা
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩০/০৪/২০২১বাহ।অনিন্দ্যসুন্দর।