একদিন সময় ছিল
একদিন সময় ছিল
সাইয়িদ রফিকুল হক
একদিন বেলি ফুলের মালা নিয়ে তার জন্য বসে ছিলাম
সে আসেনি, ইচ্ছে করে কিংবা অহংকারে!
একদিন খুব মনখারাপ করে সে আমাকে ডেকেছিল
আমি একনিমিষে ছুটে গিয়েছিলাম তার কাছে,
তবুও সে আমাকে একটুও ভালোবাসেনি!
এমন একটা সময় ছিল তার কথা খুব মনে পড়তো,
জীবন কত অসহায় হয়ে পড়েছিল
শুধু তার কথা ভেবে-ভেবে!
এখনও জীবন আছে, ভাবনা আছে,
তবে সময় নেই আর তার কথা ভাববার।
একটা সময় জীবনে ঘুরে দাঁড়াতে হয়
আর সাহসী হয়ে উঠতে হয়, আর যা কখনো নিজের নয়,
তা কখনো ঠাঁই দিতে হয় না ছোট্ট সোনার জীবনে।
সে এখন কোথায় পড়ে আছে মুখথুবড়ে, জানি না,
একদিন সময় ছিল, এখন আর জানার চেষ্টা করি না তার কথা।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
একদিন বেলি ফুলের মালা নিয়ে তার জন্য বসে ছিলাম
সে আসেনি, ইচ্ছে করে কিংবা অহংকারে!
একদিন খুব মনখারাপ করে সে আমাকে ডেকেছিল
আমি একনিমিষে ছুটে গিয়েছিলাম তার কাছে,
তবুও সে আমাকে একটুও ভালোবাসেনি!
এমন একটা সময় ছিল তার কথা খুব মনে পড়তো,
জীবন কত অসহায় হয়ে পড়েছিল
শুধু তার কথা ভেবে-ভেবে!
এখনও জীবন আছে, ভাবনা আছে,
তবে সময় নেই আর তার কথা ভাববার।
একটা সময় জীবনে ঘুরে দাঁড়াতে হয়
আর সাহসী হয়ে উঠতে হয়, আর যা কখনো নিজের নয়,
তা কখনো ঠাঁই দিতে হয় না ছোট্ট সোনার জীবনে।
সে এখন কোথায় পড়ে আছে মুখথুবড়ে, জানি না,
একদিন সময় ছিল, এখন আর জানার চেষ্টা করি না তার কথা।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ০১/০৫/২০২১অসাধারণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৫/২০২১তবু জীবন চলে সময়ের সীমানায়।ধন্যবাদ।
-
Md. Rayhan Kazi ০১/০৫/২০২১অনন্য লেখনশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৫/২০২১nice
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৫/২০২১সময় গতিময়। হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২১অসাধারণ প্রকাশ কবি।