অবিচেক বাঙালি
অবিচেক বাঙালি
এই করোনাকালে বাঙালির একটা অংশ খুবই অবিবেচক। এদের মনুষ্যত্ব একেবারে কমে গেছে। এরা দেশ ও দশের ভালো চায় না। এরা নিজেরাও মরবে অন্যকেও মারবে।
করোনাকালে অনেকেই মাস্ক পরছে না, স্বাস্থ্যবিধি মানছে না। লকডাউনের আইনকানুনও মানছে না। এরা নিজের স্বার্থে নানারকম অজুহাত তৈরি করে নিচ্ছে। এর দোহাই দিয়ে এরা অহেতুক রাস্তাঘাটে কিংবা শপিংমলে ঘোরাফেরা করছে। এরা খুবই অবিবেচক। এদের কীভাবে মানুষ করা যাবে? এদের বিরুদ্ধে একটু কঠোর ব্যবস্থা নিলে মাছের মায়েরা অমনি সরকারের সমালোচনায় মেতে ওঠে। এরাও করোনার মতো একশ্রেণীর ভাইরাস।
এদের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হবে। সরকারকে আেইনপ্রয়োগে আরও কঠোর হওয়া উচিত। আমাদের মনে রাখতে হব : এটা আমাদের ভুলের কারণেই মহামারী আকার ধারণ করতে পারে। তখন আমাদের কিছুই করার থাকবে না।
এই করোনাকালে বাঙালির একটা অংশ খুবই অবিবেচক। এদের মনুষ্যত্ব একেবারে কমে গেছে। এরা দেশ ও দশের ভালো চায় না। এরা নিজেরাও মরবে অন্যকেও মারবে।
করোনাকালে অনেকেই মাস্ক পরছে না, স্বাস্থ্যবিধি মানছে না। লকডাউনের আইনকানুনও মানছে না। এরা নিজের স্বার্থে নানারকম অজুহাত তৈরি করে নিচ্ছে। এর দোহাই দিয়ে এরা অহেতুক রাস্তাঘাটে কিংবা শপিংমলে ঘোরাফেরা করছে। এরা খুবই অবিবেচক। এদের কীভাবে মানুষ করা যাবে? এদের বিরুদ্ধে একটু কঠোর ব্যবস্থা নিলে মাছের মায়েরা অমনি সরকারের সমালোচনায় মেতে ওঠে। এরাও করোনার মতো একশ্রেণীর ভাইরাস।
এদের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হবে। সরকারকে আেইনপ্রয়োগে আরও কঠোর হওয়া উচিত। আমাদের মনে রাখতে হব : এটা আমাদের ভুলের কারণেই মহামারী আকার ধারণ করতে পারে। তখন আমাদের কিছুই করার থাকবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১৩/০৫/২০২১শিরোনাম ভুল নয় কি ?
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৪/২০২১good...