মন বোঝে না
মন বোঝে না
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি
কেন ভাবো এত কথা?
হৃদয়জুড়ে কত ব্যথা!
কেন মিছে এত ভাবনা?
দীনদুনিয়ায় কে আপনা?
মন যে বোঝে নারে ভাই
এই দুনিয়া ছাড়ার চিন্তা নাই!
ভুলে রইলো আসল বাড়ি
আসল ঘর,
চিনলো নাতো সে যে আজও
কে আপন আর কে পর!
সাইয়িদ রফিকুল হক
২৫/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি
কেন ভাবো এত কথা?
হৃদয়জুড়ে কত ব্যথা!
কেন মিছে এত ভাবনা?
দীনদুনিয়ায় কে আপনা?
মন যে বোঝে নারে ভাই
এই দুনিয়া ছাড়ার চিন্তা নাই!
ভুলে রইলো আসল বাড়ি
আসল ঘর,
চিনলো নাতো সে যে আজও
কে আপন আর কে পর!
সাইয়িদ রফিকুল হক
২৫/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ২৬/০৪/২০২১সুন্দর উপস্থাপন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৪/২০২১হায়রে অবুঝ মন
চিনে না আপন-জন। -
ফয়জুল মহী ২৫/০৪/২০২১অনবদ্য প্রকাশ!
ভীষণ ভালো লাগলো লেখাটা!!!