দুঃখ ভুলে যা
দুঃখ ভুলে যা
সাইয়িদ রফিকুল হক
মনে যদি ফুল ফোটে রে
তবে কি দুঃখ থাকে মনে?
দেখিস না তুই নিজের চোখে
দুঃখ নাই যে ফুলের বনে।
মনের দুঃখগুলো ঝেড়ে ফেল্ না
গায়ের ধুলোর মতো,
দেখবি তখন কেমন করে
হারিয়ে যায় দুঃখ যতো।
দুঃখ করলেই দুঃখ বাড়ে
বাড়াস কেন বিষের খনি,
তারচে ভালো দুঃখ ভুলে
হয়ে যা সবার চোখের মণি।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
মনে যদি ফুল ফোটে রে
তবে কি দুঃখ থাকে মনে?
দেখিস না তুই নিজের চোখে
দুঃখ নাই যে ফুলের বনে।
মনের দুঃখগুলো ঝেড়ে ফেল্ না
গায়ের ধুলোর মতো,
দেখবি তখন কেমন করে
হারিয়ে যায় দুঃখ যতো।
দুঃখ করলেই দুঃখ বাড়ে
বাড়াস কেন বিষের খনি,
তারচে ভালো দুঃখ ভুলে
হয়ে যা সবার চোখের মণি।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ২৮/০৪/২০২১মুগ্ধতা!
-
Md. Rayhan Kazi ২৬/০৪/২০২১চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৪/২০২১সব দু:খ ভুলে,
শান্তির জীবন দিলে! -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৪/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২১অসাধারণ কাব্যিক প্রকাশ!