লেবাসধারী ভণ্ড
লেবাসধারী ভণ্ড
সাইয়িদ রফিকুল হক
কাটমোল্লা আর ধর্মজীবী
মানছে নাকো দেশ,
লোকঠকিয়ে খেয়েপরে
এরা আছে বেশ!
ধর্মব্যবসা চলছে এখন
রমরমা ভাই সবখানে,
ওদের মুখে শুধু ধর্ম
কাজে কিছু না-মানে!
জেনার খাতায় নাম উঠেছে
আজকে দেখি যার,
তারও মুখে ধর্মকথা
কলিযুগের অবতার!
দেশটা এখন ভরে যাচ্ছে
লেবাসধারী ভণ্ডে,
তাইতে দেখি পীর সাজে
যুগজামানার পাষণ্ডে!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
কাটমোল্লা আর ধর্মজীবী
মানছে নাকো দেশ,
লোকঠকিয়ে খেয়েপরে
এরা আছে বেশ!
ধর্মব্যবসা চলছে এখন
রমরমা ভাই সবখানে,
ওদের মুখে শুধু ধর্ম
কাজে কিছু না-মানে!
জেনার খাতায় নাম উঠেছে
আজকে দেখি যার,
তারও মুখে ধর্মকথা
কলিযুগের অবতার!
দেশটা এখন ভরে যাচ্ছে
লেবাসধারী ভণ্ডে,
তাইতে দেখি পীর সাজে
যুগজামানার পাষণ্ডে!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০৪/২০২১ধর্ম নিয়ে ব্যবসা মোটেও ভালো নয়।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৪/২০২১ভন্ড হতে সাবধান।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৩/০৪/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২১অনবদ্য রচনাশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৪/২০২১good.