তুমি রঙ বদলেছো
তুমি রঙ বদলেছো
তুমি রঙ বদলেছো
তোমাকে আর চেনা যায় না!
কিন্তু তোমার কাজের ধরন
তোমাকে পুরাপুরি আড়াল করতে পারেনি।
মুখোশের আড়ালে লুকালেও
ঢাকা যায় না নিজের আসল চেহারা
কেমন করে যেন তা ফুটে ওঠে মানুষের হৃদয়ে।
তুমি আর রঙ বদলাবে না
তুমি এবার থেকে ভালো হওয়ার চেষ্টা করো
দেখবে সামনে আলোর বিরাট ঝলকানি।
তুমি রঙ বদলেছো
তোমাকে আর চেনা যায় না!
কিন্তু তোমার কাজের ধরন
তোমাকে পুরাপুরি আড়াল করতে পারেনি।
মুখোশের আড়ালে লুকালেও
ঢাকা যায় না নিজের আসল চেহারা
কেমন করে যেন তা ফুটে ওঠে মানুষের হৃদয়ে।
তুমি আর রঙ বদলাবে না
তুমি এবার থেকে ভালো হওয়ার চেষ্টা করো
দেখবে সামনে আলোর বিরাট ঝলকানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৪/২০২১beautiful...
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৪/২০২১রঙ বদলিয়ে তুমি এখন আগের মন নাই,
তোমার কথা মনে হলে সমুদ্র শুকায়। -
ফয়জুল মহী ২১/০৪/২০২১অনন্য অনুভূতির অসাধারণ লেখা