তুমি বিশ্বাস রেখো
তুমি বিশ্বাস রেখো
আকাশে মেঘ আছে কি আছে না
তা দেখো না কখনো
তুমি জানবে রাতের শেষে সূর্য উঠবেই।
মূর্খতা আছে বলে তুমি ছেড়ে দিয়ো না জ্ঞানের পথ
মূর্খতা মিশে যাবে অন্ধকারে
আর জ্ঞান তোমাকে নিয়ে যাবে আলোর মহাসমুদ্রে।
তুমি বিশ্বাস রেখো মেঘের প্রতি নয়
ওই গনগনে সূর্যের প্রতি।
আকাশে মেঘ আছে কি আছে না
তা দেখো না কখনো
তুমি জানবে রাতের শেষে সূর্য উঠবেই।
মূর্খতা আছে বলে তুমি ছেড়ে দিয়ো না জ্ঞানের পথ
মূর্খতা মিশে যাবে অন্ধকারে
আর জ্ঞান তোমাকে নিয়ে যাবে আলোর মহাসমুদ্রে।
তুমি বিশ্বাস রেখো মেঘের প্রতি নয়
ওই গনগনে সূর্যের প্রতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৪/২০২১
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৪/২০২১রাখলাম।
-
মাহতাব বাঙ্গালী ২১/০৪/২০২১didactic poetic expression
-
ফয়জুল মহী ২০/০৪/২০২১Excellent
লেগেছে বেশ।