সবাই বসে আছে নির্লিপ্তভাবে
সবাই বসে আছে নির্লিপ্তভাবে
আশ্চর্যরকম মিথ্যাকে আঁকড়ে
সবাই বসে আছে নির্লিপ্তভাবে
সত্য অবহেলায় পড়ে আছে সবার পাশে
তবু কেউ দেখে না সত্যকে।
একদিন মিথ্যা পর হবে
সত্য হয়ে উঠবে আপন
মানুষ চাইলৈও হবে আর না চাইলেও
তা প্রাকৃতিক নিয়মে হবেই হবে।
রক্ষা নেই কারও
শমন আসছে পৃথিবী ছাড়ার।
আশ্চর্যরকম মিথ্যাকে আঁকড়ে
সবাই বসে আছে নির্লিপ্তভাবে
সত্য অবহেলায় পড়ে আছে সবার পাশে
তবু কেউ দেখে না সত্যকে।
একদিন মিথ্যা পর হবে
সত্য হয়ে উঠবে আপন
মানুষ চাইলৈও হবে আর না চাইলেও
তা প্রাকৃতিক নিয়মে হবেই হবে।
রক্ষা নেই কারও
শমন আসছে পৃথিবী ছাড়ার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৪/২০২১nice post
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৪/২০২১নির্লিপ্ত বসে থাকা ঠিক নয় সবসময়।
-
মাহতাব বাঙ্গালী ২০/০৪/২০২১মিথ্যে রবে না ঠিক চিরদিন
সত্যের জয় হবেই।
মৃত্যু আসবেই......... -
ফয়জুল মহী ১৯/০৪/২০২১অসামান্য অনুভূতির অপূর্ব প্রকাশ ।