কাটমোল্লা আজ
কাটমোল্লা আজ
সাইয়িদ রফিকুল হক
কাটমোল্লা আজ চারিধারে
যুক্তিতর্ক মানে নারে!
পাপের পথে মিথ্যা বলে
ভুল করে যে বারেবারে।
বাইরে এরা দেখতে ভালো
ভিতরটা যে কালো,
হৃদয়জুড়ে একটুখানি
পাবে নাতো আলো।
অন্ধকারের বাদশাহ এরা
অন্ধকারেই চলে,
নিজের স্বার্থে ধর্ম টেনে
অনেক কথাই বলে।
এই পাপীদের চিনতে হবে
নইলে তোমার বিপদ,
ঈমান ধরে টান দিলে যে
বাড়বে ভীষণ আপদ।
কাটমোল্লারা জাতির শত্রু
চায় না দেশের ভালো,
অন্ধকারের বুকটা চিরে
কে জ্বালাবে আলো?
সাইয়িদ রফিকুল হক
১৮/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
কাটমোল্লা আজ চারিধারে
যুক্তিতর্ক মানে নারে!
পাপের পথে মিথ্যা বলে
ভুল করে যে বারেবারে।
বাইরে এরা দেখতে ভালো
ভিতরটা যে কালো,
হৃদয়জুড়ে একটুখানি
পাবে নাতো আলো।
অন্ধকারের বাদশাহ এরা
অন্ধকারেই চলে,
নিজের স্বার্থে ধর্ম টেনে
অনেক কথাই বলে।
এই পাপীদের চিনতে হবে
নইলে তোমার বিপদ,
ঈমান ধরে টান দিলে যে
বাড়বে ভীষণ আপদ।
কাটমোল্লারা জাতির শত্রু
চায় না দেশের ভালো,
অন্ধকারের বুকটা চিরে
কে জ্বালাবে আলো?
সাইয়িদ রফিকুল হক
১৮/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২২/০৪/২০২১অসাধারণ বলেছেন
-
মাহতাব বাঙ্গালী ২০/০৪/২০২১সুন্দর কবিতা লিখেছেন প্রিয় কবি সতত
অন্ধভক্তিতে সত্যিকারের মানবিক বিবেক লোপ পায় -
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৪/২০২১কাঠমোল্লা আজ
করে খারাপ কাজ।