কে আছে আপন
কে আছে আপন?
কোথায় পাবে ঘর?
সবখানে যে পর!
সব হারিয়ে ভাববে কাকে আপন?
তারচে ভালো একলা ঘরে
হাস্য মুখে করো জীবনযাপন।
কোথায় পাবে ঘর?
সবখানে যে পর!
সব হারিয়ে ভাববে কাকে আপন?
তারচে ভালো একলা ঘরে
হাস্য মুখে করো জীবনযাপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৪/২০২১
-
ফয়জুল মহী ১৬/০৪/২০২১সুন্দর উপলব্ধি।
একলা জীবন যাপন।