কীসের রোজা করিস তোরা
কীসের রোজা করিস তোরা
সাইয়িদ রফিকুল হক
কীসের রোজা করিস তোরা? মিথ্যা বলিস ঘন!
পাপের খাবার খেয়ে-খেয়ে পচে গেছে মনো।
ভণ্ডামি আর দেখবো কত? ধর্মবেচার ছলে,
কুরআন-হাদিস গায় যে এখন মানুষ-মারার কলে!
যুগজামানা বদলে গেছে, কল্কে পাচ্ছে চাঁড়াল,
অনেক পাপীই লেবাস ধরে পাপ যে করে আড়াল!
মাতালগুলো আওয়াজ করে করছে গরম ময়দান,
উর্ধ্বলোকে আড়াল থেকে হাসছে বড় শয়তান!
চাঁড়ালগুলো ধর্মসভায় করছে বিরাট আওয়াজ,
দেশমানুষের পক্ষে এদের নেই যে কোনো কাজ।
কীসের রোজা করিস তোরা? পাপখানাতে মজে,
বুকের ভিতর শয়তান রেখে লাভ কী হবে ধর্মভজে?
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
কীসের রোজা করিস তোরা? মিথ্যা বলিস ঘন!
পাপের খাবার খেয়ে-খেয়ে পচে গেছে মনো।
ভণ্ডামি আর দেখবো কত? ধর্মবেচার ছলে,
কুরআন-হাদিস গায় যে এখন মানুষ-মারার কলে!
যুগজামানা বদলে গেছে, কল্কে পাচ্ছে চাঁড়াল,
অনেক পাপীই লেবাস ধরে পাপ যে করে আড়াল!
মাতালগুলো আওয়াজ করে করছে গরম ময়দান,
উর্ধ্বলোকে আড়াল থেকে হাসছে বড় শয়তান!
চাঁড়ালগুলো ধর্মসভায় করছে বিরাট আওয়াজ,
দেশমানুষের পক্ষে এদের নেই যে কোনো কাজ।
কীসের রোজা করিস তোরা? পাপখানাতে মজে,
বুকের ভিতর শয়তান রেখে লাভ কী হবে ধর্মভজে?
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৮/০৪/২০২১ধর্মের কল হাওয়ায় নড়ে, তবু আমরা চোখ বুজে থাকি।বাস্তব চিত্র।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৪/২০২১দারুণ
-
মাহতাব বাঙ্গালী ১৬/০৪/২০২১প্রবৃত্তির মাঝে শুদ্ধ্তা আনিতে না পারিলে এ উপোবাস নিছক অর্থহীন
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৪/২০২১মনে যদি থাকে শয়তানের বাস,
রোজা কি করবে এই পাপ হ্রাস?
রোজা রেখে মন করতে হবে মুক্ত
মন তখন থাকবে এবাদত যুক্ত। -
ফয়জুল মহী ১৫/০৪/২০২১সুন্দর উপস্থাপন। শুভ কামনা রইলো।
-
বিজন বেপারী ১৫/০৪/২০২১সুন্দর
-
ন্যান্সি দেওয়ান ১৫/০৪/২০২১Apnder Kobita pore Kobi Idea hoy kivabe shuru ebong ses hobe.
Sundor Kobita