বোশেখ এবার ফিরে গেল
বোশেখ এবার ফিরে গেল
সাইয়িদ রফিকুল হক
বোশেখ এবার এলো বটে
সবাই বসে ঘরে,
আগের মতো ফুর্তি নাইরে
করোনারই ডরে।
বিশ্ব এখন থমকে গেছে
বাঙালিরা সরব!
রোগ-ব্যাধিতে বেকুবগুলো
করছে কত গরব।
নিজের পায়ে কুড়াল মেরে
পরের করছে ক্ষতি,
বেকুবগুলোর ঠিক নাই যে
একটু মতিগতি।
বাংলাদেশে বসত হলে
মানো দেশের আইন,
রোগ-ব্যাধিতে সরব হলে
হবে অনেক ফাইন।
বোশেখ এবার ফিরে গেল
আসবে পরের বছর,
করোনার ঢেউ কেটে গেলে
জমবে আবার আসর।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
বোশেখ এবার এলো বটে
সবাই বসে ঘরে,
আগের মতো ফুর্তি নাইরে
করোনারই ডরে।
বিশ্ব এখন থমকে গেছে
বাঙালিরা সরব!
রোগ-ব্যাধিতে বেকুবগুলো
করছে কত গরব।
নিজের পায়ে কুড়াল মেরে
পরের করছে ক্ষতি,
বেকুবগুলোর ঠিক নাই যে
একটু মতিগতি।
বাংলাদেশে বসত হলে
মানো দেশের আইন,
রোগ-ব্যাধিতে সরব হলে
হবে অনেক ফাইন।
বোশেখ এবার ফিরে গেল
আসবে পরের বছর,
করোনার ঢেউ কেটে গেলে
জমবে আবার আসর।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৪/২০২১
-
প্রিন্স পিয়াস ১৪/০৪/২০২১ভাল
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৪/২০২১ভালো
-
ফয়জুল মহী ১৪/০৪/২০২১আপনার লেখার হাত ভালো
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২১চমৎকার
আবার আসবে বলে।