প্রেমময় বৃক্ষ
প্রেমময় বৃক্ষ
সাইয়িদ রফিকুল হক
চিত্তভূমিতে আর রোপণ কোরো নাকো ক্রোধের বীজ,
এমনিতে সমাজদেহ ভরে আছে অগণিত হিংসাবৃক্ষে!
চারিদিকে মানুষ এখন নির্বিচারে নিধন করছে সদাচার,
আর প্রতিনিয়ত সেখানে রোপণ করছে কদাচারের বিষবৃক্ষ।
মানুষের মনে এখন দারুণ ব্যাধিসমূহ বাসা বেঁধেছে,
মানুষ কি তা নিশ্চিতভাবে জানে আর বোঝে?
চারিদিকে এত যে ব্যাধি তবু মানুষের ভাবনা নেই!
কেউ আর এখন আত্মার চিকিৎসা নিতে চায় না।
সবাই শুধু দেহের অসুখের কথা ভাবছে!
অনেকের মন যে এখন বিষের বিরাট চারণভূমি
তাও আজ কারও-কারও যেন জানা নেই!
সবাই বসে আছে শুধু লাভের হিসাবখাতা খুলে।
মানুষের এই অধঃগতি আর অধঃপতন
তা দেখার জন্য এখন নিঃস্বার্থ কেউ কি নেই?
সবাই শুধু লাভের আর ভোগের হিসাব কষতে ব্যস্ত,
কবে এখানে জন্মাবে হিংসামুক্ত বীজের প্রেমময় বৃক্ষ?
সাইয়িদ রফিকুল হক
১৩/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
চিত্তভূমিতে আর রোপণ কোরো নাকো ক্রোধের বীজ,
এমনিতে সমাজদেহ ভরে আছে অগণিত হিংসাবৃক্ষে!
চারিদিকে মানুষ এখন নির্বিচারে নিধন করছে সদাচার,
আর প্রতিনিয়ত সেখানে রোপণ করছে কদাচারের বিষবৃক্ষ।
মানুষের মনে এখন দারুণ ব্যাধিসমূহ বাসা বেঁধেছে,
মানুষ কি তা নিশ্চিতভাবে জানে আর বোঝে?
চারিদিকে এত যে ব্যাধি তবু মানুষের ভাবনা নেই!
কেউ আর এখন আত্মার চিকিৎসা নিতে চায় না।
সবাই শুধু দেহের অসুখের কথা ভাবছে!
অনেকের মন যে এখন বিষের বিরাট চারণভূমি
তাও আজ কারও-কারও যেন জানা নেই!
সবাই বসে আছে শুধু লাভের হিসাবখাতা খুলে।
মানুষের এই অধঃগতি আর অধঃপতন
তা দেখার জন্য এখন নিঃস্বার্থ কেউ কি নেই?
সবাই শুধু লাভের আর ভোগের হিসাব কষতে ব্যস্ত,
কবে এখানে জন্মাবে হিংসামুক্ত বীজের প্রেমময় বৃক্ষ?
সাইয়িদ রফিকুল হক
১৩/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৪/২০২১
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৪/২০২১চমৎকার
-
Md. Rayhan Kazi ১৩/০৪/২০২১চমৎকার লেখনী
-
ফয়জুল মহী ১৩/০৪/২০২১সুন্দর প্রকাশ কবি
অনুপম লেখার জন্য ধন্যবাদ।