হারাম টাকার জোর
হারাম টাকার জোর
সাইয়িদ রফিকুল হক
হারাম টাকার অনেক জোর!
রাত পোহানোর আগেই ভোর।
মামলা হওয়ার আগেই দেখি
জামিন আছে রেডি!
এদের পক্ষে সাফাই গাইবে
আরও কত টেডি।
ভদ্রলোকের বিপদ এখন
থাকে চোরের মতো!
চোরগুলো যে প্রভাবশালী
হয় না একটু নত।
হারামখোররা টাকার জোরে
খেলছে মরণখেলা,
অর্থজোরে আশেপাশে
আছে কত চেলা।
যতই থাকুক ফানুসশক্তি,
হালালজনে করো ভক্তি।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
হারাম টাকার অনেক জোর!
রাত পোহানোর আগেই ভোর।
মামলা হওয়ার আগেই দেখি
জামিন আছে রেডি!
এদের পক্ষে সাফাই গাইবে
আরও কত টেডি।
ভদ্রলোকের বিপদ এখন
থাকে চোরের মতো!
চোরগুলো যে প্রভাবশালী
হয় না একটু নত।
হারামখোররা টাকার জোরে
খেলছে মরণখেলা,
অর্থজোরে আশেপাশে
আছে কত চেলা।
যতই থাকুক ফানুসশক্তি,
হালালজনে করো ভক্তি।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৪/২০২১
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৪/২০২১good
-
ন্যান্সি দেওয়ান ১৩/০৪/২০২১Valo
টেকে না বেশীদিন
জীবন হয় না রঙ্গীন,
শুধু থাকে দূরাশা
দু;খে জীবন মাখা।