ধর্মব্যবসা আর কোরো না
ধর্মব্যবসা আর কোরো না
সাইয়িদ রফিকুল হক
ধর্মব্যবসা আর করিসনে
এবার ফিরে আয়,
মগ্ন পাপে তোদের দেখি
সবই গেল হায়!
দীনদুনিয়ার আদেশ ভুলে
রইলি পড়ে পাপে,
সরল মনের বিবেকটাতে
হানছে আঘাত সাপে!
ধর্ম ধরে ফায়দা লুটতে
কী যে মজা ভণ্ডের!
মূর্খগুলো নিত্যসঙ্গী
এমন পশু-ষণ্ডের।
ধর্ম এখন রীতিমতো
হচ্ছে বেচাকেনা!
মধুর সুরে পাপীর মুখে
জমছে অনেক ফেনা।
পরকালের কথা ভুলে
ভণ্ড বাজায় তান,
লাভের আশায় সকল পাপী
গাইছে স্বার্থগান।
ধর্মব্যবসা আর কোরো না
এবার ফেরো সতে,
ভাঙা ক্যাসেট বাজাও কেন
ফালতু নিজের মতে?
সাইয়িদ রফিকুল হক
১২/১১/২০২১
সাইয়িদ রফিকুল হক
ধর্মব্যবসা আর করিসনে
এবার ফিরে আয়,
মগ্ন পাপে তোদের দেখি
সবই গেল হায়!
দীনদুনিয়ার আদেশ ভুলে
রইলি পড়ে পাপে,
সরল মনের বিবেকটাতে
হানছে আঘাত সাপে!
ধর্ম ধরে ফায়দা লুটতে
কী যে মজা ভণ্ডের!
মূর্খগুলো নিত্যসঙ্গী
এমন পশু-ষণ্ডের।
ধর্ম এখন রীতিমতো
হচ্ছে বেচাকেনা!
মধুর সুরে পাপীর মুখে
জমছে অনেক ফেনা।
পরকালের কথা ভুলে
ভণ্ড বাজায় তান,
লাভের আশায় সকল পাপী
গাইছে স্বার্থগান।
ধর্মব্যবসা আর কোরো না
এবার ফেরো সতে,
ভাঙা ক্যাসেট বাজাও কেন
ফালতু নিজের মতে?
সাইয়িদ রফিকুল হক
১২/১১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৪/২০২১আর নয় ধর্ম ব্যবসা। ধর্মকে পবিত্র স্থানে রাখা উচিৎ।
-
Md. Rayhan Kazi ১৩/০৪/২০২১অনন্য সৃজন
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৪/২০২১মানবতাই হোক একমাত্র ধর্ম। তবে মানবতার নামেও যাতে ব্যবসা না হয়!
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৪/২০২১সত্যই আর নয় ধর্মের নামে ব্যবসা। চাই মানবতা