মিথ্যাস্বপ্ন
মিথ্যাস্বপ্ন
সাইয়িদ রফিকুল হক
মিহি সুতোর বাঁধনে সযত্নে রেখেছিলাম কত স্বপ্ন
সবই এখন কেটে গেছে দুর্ভাগ্যের ক্ষুরধারে
অনেক বাঁধনেও ধরে রাখতে পারিনিকো একটি স্বপ্ন
কেমন করে সবই কেটে গেল মায়াবী আঘাতে
আর কোনো স্বপ্ন দেখি না নতুন কষ্ট পেতে
আঁধার রাতে আর ঘুম ভাঙে নাকো স্বপ্নজাল বুনে
এখন শুধু দুঃখ পাওয়ার বিশাল আয়োজন
এখানে আর কী লাভ হবে মিথ্যাস্বপ্ন বুনে?
যাকে ধরে রাখা যায় না তাকে ছেড়ে দিতে হয়
তাই স্বপ্নগুলোকে দিয়েছি চিরতরে মুক্ত করে
ওরা এখন মনের সুখে ডানা মেলে উড়বে
কোনো এক ধনকুবের ভাগ্যবানের ললাটে
স্বপ্ন সবার জীবনে হয় নাকো ভালোবাসার মহার্ঘ
কারও জীবনে নেমে আসে আঁধার কালিমা হয়ে
না-বুঝে তাই স্বপ্নের পিছনে কেউ ছুটো নাকো
অধরা স্বপ্ন তোমাকে ডুবাবে মায়াবী হাতছানিতে
কিন্তু কিছুই পাবে না তুমি, সর্বনাশ শুধু পরিণামে
তারচেয়ে ভালো বন্ধু আর দেখো নাকো মিথ্যাস্বপ্ন।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
মিহি সুতোর বাঁধনে সযত্নে রেখেছিলাম কত স্বপ্ন
সবই এখন কেটে গেছে দুর্ভাগ্যের ক্ষুরধারে
অনেক বাঁধনেও ধরে রাখতে পারিনিকো একটি স্বপ্ন
কেমন করে সবই কেটে গেল মায়াবী আঘাতে
আর কোনো স্বপ্ন দেখি না নতুন কষ্ট পেতে
আঁধার রাতে আর ঘুম ভাঙে নাকো স্বপ্নজাল বুনে
এখন শুধু দুঃখ পাওয়ার বিশাল আয়োজন
এখানে আর কী লাভ হবে মিথ্যাস্বপ্ন বুনে?
যাকে ধরে রাখা যায় না তাকে ছেড়ে দিতে হয়
তাই স্বপ্নগুলোকে দিয়েছি চিরতরে মুক্ত করে
ওরা এখন মনের সুখে ডানা মেলে উড়বে
কোনো এক ধনকুবের ভাগ্যবানের ললাটে
স্বপ্ন সবার জীবনে হয় নাকো ভালোবাসার মহার্ঘ
কারও জীবনে নেমে আসে আঁধার কালিমা হয়ে
না-বুঝে তাই স্বপ্নের পিছনে কেউ ছুটো নাকো
অধরা স্বপ্ন তোমাকে ডুবাবে মায়াবী হাতছানিতে
কিন্তু কিছুই পাবে না তুমি, সর্বনাশ শুধু পরিণামে
তারচেয়ে ভালো বন্ধু আর দেখো নাকো মিথ্যাস্বপ্ন।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৪/২০২১
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৪/২০২১জীবন একটা স্বপ্নের মত,
মিথ্যা স্বপ্ন ভাঙ্গে মন তত। -
আব্দুর রহমান আনসারী ১২/০৪/২০২১বেশ ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৪/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ১২/০৪/২০২১কাব্যে উজ্জ্বলতা অটুট থাকুক হামেশা
বাস্তব জীবন মরে