বিবেকটাকে
বিবেকটাকে
সাইয়িদ রফিকুল হক
বাইরে তোমার চক্ষু দুটি
আছে শুধু খোলা,
আর সবই যে অন্ধকারে
দেয় না কোনো দোলা!
চোখের দেখায় ভুল যে বেশি
চোখ দেখে না সব,
আত্মবিবেক অন্ধ হলে
থামবে সকল রব।
মনের চোখে পর্দা কেন?
পর্দা সরাও জোরে,
আবার তুমি জেগে ওঠো
স্নিগ্ধ মধুর ভোরে।
বাইরে সবই খোলা রেখে
ভাবছো তুমি ভাবুক,
মনের সুখে বিবেকটাকে
মারছো শুধু চাবুক!
বিবেকটাকে বন্দি করে
কেউ হবে না মুক্ত,
সরল মনে বিশ্বমতে
হও রে এবার যুক্ত।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
বাইরে তোমার চক্ষু দুটি
আছে শুধু খোলা,
আর সবই যে অন্ধকারে
দেয় না কোনো দোলা!
চোখের দেখায় ভুল যে বেশি
চোখ দেখে না সব,
আত্মবিবেক অন্ধ হলে
থামবে সকল রব।
মনের চোখে পর্দা কেন?
পর্দা সরাও জোরে,
আবার তুমি জেগে ওঠো
স্নিগ্ধ মধুর ভোরে।
বাইরে সবই খোলা রেখে
ভাবছো তুমি ভাবুক,
মনের সুখে বিবেকটাকে
মারছো শুধু চাবুক!
বিবেকটাকে বন্দি করে
কেউ হবে না মুক্ত,
সরল মনে বিশ্বমতে
হও রে এবার যুক্ত।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১২/০৪/২০২১ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৪/২০২১ভালো
-
এম এম হোসেন ১১/০৪/২০২১সুন্দর
-
রূপক কুমার রক্ষিত ১১/০৪/২০২১nice
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৪/২০২১বিবেকটাকে কর জাগ্রত,
ওহে আমার ভক্ত।
বিবেক দিয়ে চল,
সত্য কথা বল। -
ফয়জুল মহী ১১/০৪/২০২১অসাধারণ