মায়ের ছেলে
মায়ের ছেলে
সাইয়িদ রফিকুল হক
মায়ের ছেলে কোথায় আছে?
কাঁদবে মায়ের দুঃখে,
সকল মাকে বাসবে ভালো
ফুটবে হাসি মুখে।
মায়ের ছেলে মায়ের হবে
থাকবে মায়ের কাছে,
সারাদেশে এমন ছেলে
ক’জনইবা আছে?
পরের কথায় মাকে ফেলে
ধরিস নাকো পর,
নইলে দেখিস জাহান্নামে
জ্বলবে তোরই ঘর।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
মায়ের ছেলে কোথায় আছে?
কাঁদবে মায়ের দুঃখে,
সকল মাকে বাসবে ভালো
ফুটবে হাসি মুখে।
মায়ের ছেলে মায়ের হবে
থাকবে মায়ের কাছে,
সারাদেশে এমন ছেলে
ক’জনইবা আছে?
পরের কথায় মাকে ফেলে
ধরিস নাকো পর,
নইলে দেখিস জাহান্নামে
জ্বলবে তোরই ঘর।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৪/২০২১
-
আব্দুর রহমান আনসারী ১২/০৪/২০২১চরম বাস্তব ছবি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৪/২০২১একদম
-
এম এম হোসেন ১১/০৪/২০২১Right
মাকে দেখে তারা।