এই বাঙালি
এই বাঙালি
সাইয়িদ রফিকুল হক
এই বাঙালি কখনো কি
একটু মানুষ হবে?
দেশের জন্য আইন মেনে
দেশের কথা কবে!
নিজের স্বার্থ ভুলে যাবে
ভাববে পরের কথা,
পরের দুঃখ দেখে তারা
ভাববে নিজের ব্যথা।
এমনতর বাঙালি যে
চাইছি সবাই মিলে,
নইলে এবার স্বার্থপরে
খাবে সবই গিলে।
ভালোবাসার মানুষগুলো
আছে কোথায় বসে!
এবার একটু ওঠ না জেগে
চাবুক চালা কষে।
এই বাঙালি কখনো কি
একটু মানুষ হবে?
সব বাঙালির মুখে শুধু
দেশের কথাই রবে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
এই বাঙালি কখনো কি
একটু মানুষ হবে?
দেশের জন্য আইন মেনে
দেশের কথা কবে!
নিজের স্বার্থ ভুলে যাবে
ভাববে পরের কথা,
পরের দুঃখ দেখে তারা
ভাববে নিজের ব্যথা।
এমনতর বাঙালি যে
চাইছি সবাই মিলে,
নইলে এবার স্বার্থপরে
খাবে সবই গিলে।
ভালোবাসার মানুষগুলো
আছে কোথায় বসে!
এবার একটু ওঠ না জেগে
চাবুক চালা কষে।
এই বাঙালি কখনো কি
একটু মানুষ হবে?
সব বাঙালির মুখে শুধু
দেশের কথাই রবে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১২/০৪/২০২১সুন্দর ো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৪/২০২১দেশ প্রেমের কবিতা,
এঁকেছে দেশের ছবিটা।
বীর বাঙ্গালী জাগো,
দেশটা রক্ষা করো। -
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২১সুন্দর ভাবনায় নতুনতর লেখা ভালো লাগল।
-
ফয়জুল মহী ১১/০৪/২০২১মনোমুগ্ধকর সৃষ্টি প্রিয় কবি অনেক ভালো লাগলো।