বিষাক্ত কীটগুলো
বিষাক্ত কীটগুলো
সাইয়িদ রফিকুল হক
ধানক্ষেতের মতো সবুজ চোখগুলো
এখন বড়ই বিবর্ণ আর খুব ধুসর,
সুন্দর চোখের মানুষগুলো কেমন করে যেন
আজ খুব অন্ধ হয়ে যাচ্ছে!
বার্ধ্যকের আগে ছানি পড়ছে অনেকের চোখে
সবুজ চোখগুলো হারিয়ে গেলে
আমাদের স্বপ্নগুলো যে
চিরতরে ডুবে যাবে অন্ধকারে।
এত অন্ধকার আগে তো কখনো দেখিনি!
অন্ধকারের কীটগুলো আবার ফিরে আসছে
আমাদের শান্তিসুখের লোকালয়ে,
জঙ্গলে আজ কমে যাচ্ছে পশুর সংখ্যা!
আরও অন্ধকার ধেয়ে আসছে রাষ্ট্র-বুকে,
লোকালয়ে এখন জমজ পশুদের খুব ভিড়!
বিষাক্ত কীটগুলো নিধন করো হে রাষ্ট্র,
জনগণ চেয়ে আছে গভীর চোখে তোমার প্রতি।
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
ধানক্ষেতের মতো সবুজ চোখগুলো
এখন বড়ই বিবর্ণ আর খুব ধুসর,
সুন্দর চোখের মানুষগুলো কেমন করে যেন
আজ খুব অন্ধ হয়ে যাচ্ছে!
বার্ধ্যকের আগে ছানি পড়ছে অনেকের চোখে
সবুজ চোখগুলো হারিয়ে গেলে
আমাদের স্বপ্নগুলো যে
চিরতরে ডুবে যাবে অন্ধকারে।
এত অন্ধকার আগে তো কখনো দেখিনি!
অন্ধকারের কীটগুলো আবার ফিরে আসছে
আমাদের শান্তিসুখের লোকালয়ে,
জঙ্গলে আজ কমে যাচ্ছে পশুর সংখ্যা!
আরও অন্ধকার ধেয়ে আসছে রাষ্ট্র-বুকে,
লোকালয়ে এখন জমজ পশুদের খুব ভিড়!
বিষাক্ত কীটগুলো নিধন করো হে রাষ্ট্র,
জনগণ চেয়ে আছে গভীর চোখে তোমার প্রতি।
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১১/০৪/২০২১হুম
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৪/২০২১বিষাক্ত কীট
করছে কিটবিট,
সমাজ নষ্টের মূল
চিনতে করোনা ভূল। -
ফয়জুল মহী ১০/০৪/২০২১সৌন্দর্যময় লেখাই সুসাহিত্যের প্রাণ ।