অথই ভ্রান্তি
অথই ভ্রান্তি
সাইয়িদ রফিকুল হক
প্রেমে নাই সুবাতাস,
ধর্মে নাই পুরো বিশ্বাস,
মনে নাই কারও শান্তি
চারিদিকে আজ অথই ভ্রান্তি!
বেঁচে তবু আছি আমরা,
অনেকের ভাব যে খুব হামবড়া!
আমাদের সংগ্রাম তবু চলছে,
নেতাগণ বাঁচার কথা আজও বলছে।
রাজনীতি আজও দেখি অস্থির!
বীরগণ তুলছে নাকো তাদের শির।
সিংহবনে তাইতে আজ শিয়ালের ডাক,
কবে যেন কাটবে আমাদের এই দুর্বিপাক!
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২১
সাইয়িদ রফিকুল হক
প্রেমে নাই সুবাতাস,
ধর্মে নাই পুরো বিশ্বাস,
মনে নাই কারও শান্তি
চারিদিকে আজ অথই ভ্রান্তি!
বেঁচে তবু আছি আমরা,
অনেকের ভাব যে খুব হামবড়া!
আমাদের সংগ্রাম তবু চলছে,
নেতাগণ বাঁচার কথা আজও বলছে।
রাজনীতি আজও দেখি অস্থির!
বীরগণ তুলছে নাকো তাদের শির।
সিংহবনে তাইতে আজ শিয়ালের ডাক,
কবে যেন কাটবে আমাদের এই দুর্বিপাক!
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২১ভালো লাগল
-
এম এম হোসেন ১১/০৪/২০২১সত্যি তাই
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৪/২০২১সুন্দর ভাবনা কবিতায় বিদ্যমান।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৪/২০২১কাটিবে এই দুর্দিন
আসবে শীঘ্র সুদিন,
বহিবে সুবাতাস
জাগবে যুবরাজ। -
ফয়জুল মহী ১০/০৪/২০২১অতি উত্তম লিখনী